শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

জকসু নির্বাচন: ১৪ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ছাত্রদল এগিয়ে, জিএস-এজিএসে শিবির

অনলাইন ডেস্ক:: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ঘোষিত ১৪ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে এগিয়ে আছেন ছাত্রদল-সমর্থিত এ কে এম রাকিব। এছাড়া জিএস, এজিএস পদে এখনো পর্যন্ত এগিয়ে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

বুধবার (৭ জানুয়ারী) দুপুর সোয়া ১টার দিকে এ তথ্য জানা গেছে।

ভিপি পদে ঘোষিত ১৪ কেন্দ্রে ছাত্রদল-সমর্থিত এ কে এম রাকিব পেয়েছেন ১৬৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ১৪২৪ ভোট।

জিএস পদে এগিয়ে রয়েছে শিবির-সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ। তিনি পেয়েছেন ১৫৮৭ ভোট, যেখানে তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৯৩ ভোট।

এজিএস পদে শিবির-সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ১৪৬৬ ভোট। অপরদিকে ছাত্রদল-সমর্থিত বি এম আতিকুর তানজিল পেয়েছেন ১২৯৭ ভোট।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মোট ৩৯ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১৪ কেন্দ্রের ফল প্রকাশ করা হয়েছে। বাকি কেন্দ্রগুলোর ফলাফল পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com