বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম, জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ ও এজিএস প্রার্থী মাসুদ রানা জবি সংবাদদাতা:: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ঘোষিত আট কেন্দ্রের আংশিক ফলাফলে ভিপি পদে ৬ ভোটে এগিয়ে আছে ছাত্রশিবির-সমর্থিত প্রার্থী মো: রিয়াজুল ইসলাম। এছাড়া জিএস, এজিএস পদেও এখনো পর্যন্ত এগিয়ে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের প্রার্থীরা।
বুধবার (৭ জানুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য জানা গেছে।
ভিপি পদে ঘোষিত আট কেন্দ্রে রিয়াজুল ইসলাম পেয়েছেন ৮১০ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত এ কে এম রাকিব পেয়েছেন ৮০৪ ভোট।
জিএস পদেও এগিয়ে রয়েছে শিবির-সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ। তিনি পেয়েছেন ৮২৫ ভোট, যেখানে তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪২২ ভোট।
এজিএস পদে শিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ৭৯৯ ভোট। অপরদিকে ছাত্রদল-সমর্থিত বি এম আতিকুর তানজিল পেয়েছেন ৬৯০ ভোট।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মোট ৩৯ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত আট কেন্দ্রের ফল প্রকাশ করা হয়েছে। বাকি কেন্দ্রগুলোর ফলাফল পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।