শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস)-সহ শীর্ষ পদগুলোতে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল।
বুধবার (৭ জানুয়ারী) দিবাগত রাতে জকসুর ৩৯টি কেন্দ্রের ফলাফল একত্রীকরণ শেষে চূড়ান্ত ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনাররা।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। রিয়াজুল ইসলাম ৮৭৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
সাধারণ সম্পাদক (জিএস) পদে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে শিবির। এ পদে আব্দুল আলিম আরিফ ৫ হাজার ৪৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। আরিফ ৩ হাজার ২৬৭ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদেও বড় ব্যবধান ধরে রেখেছে শিবির। এ পদে শিবিরের মাসুদ রানা ৫ হাজার ২ ভোট এবং ছাত্রদলের বি এম আতিকুর রহমান তানজিল ৩ হাজার ৯৪৪ ভোট পেয়েছেন। মাসুদ রানা ১ হাজার ৫৮ ভোটে বিজয়ী হয়েছেন।
এ ছাড়া ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে বিজয়ী হয়েছেন- মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে মো. নূর নবী (৫৪০০ ভোট), শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ইব্রাহীম খলিল (৫৫২৪ ভোট), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মোছাঃ সুখীমন খাতুন (৪৪৮৬ ভোট), স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নুর মোহাম্মদ (৪৪৭০ ভোট), আইন ও মানবাধিকার সম্পাদক পদে হাবিব মোহাম্মদ ফারুক আজম (৪৬৫৪ ভোট), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নওশিন নাওয়ার জয়া (৪৫০১ ভোট), ক্রীড়া সম্পাদক পদে মো. জর্জিস আনোয়ার নাঈম (৩৯৬৩ ভোট), সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান (৩৪৮৬ ভোট), নির্বাহী সদস্য পদে ফাতেমা আক্তার (৩৮৫১ ভোট), মো. আকিব হাসান (৩৫৮৮ ভোট), শান্তা আক্তার (৩৫৫৪ ভোট), মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক (২৯১৭ ভোট)।
ছাত্রদল এবং ছাত্র অধিকার সমর্থিক প্যানেল থেকে জয়ী হয়েছেন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে মো. তাকরিম আহমেদ (৫৩৮৫ ভোট), পরিবহন সম্পাদক পদে মো. মাহিদ হোসেন (৪০২৩ ভোট), পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে মো. রিয়াসাল রাকিব (৪৬৫৮ ভোট), নির্বাহী সদস্য পদে ছাত্রদল সমর্থিত মো. সাদমান আমিন (সাদমান সাম্য) ৩৩০৭ ভোট এবং ইমরান হাসান ইমন (২৬৩৬ ভোট)। নির্বাহী সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছে মো. জাহিদ হাসান।
নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্যমতে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের জন্য ২১টি পদে ১৫৭ জন এবং বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের সংসদের ১৩টি পদে ৩৩ জনসহ মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৬৬৫ জন।
এতে মোট চারটি প্যানেলে প্রার্থীরা অংশ নিচ্ছেন। সেগুলো হলো- ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, বাম জোট-সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ এবং জাতীয় ছাত্রশক্তি-সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ জবিয়ান’।
এ ছাড়া স্বতন্ত্রভাবেও নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী অংশ নিয়েছিলেন। নির্বাচনে ভিপি (সহসভাপতি) পদে লড়ছেন ১২ জন, জিএস (সাধারণ সম্পাদক) পদে নয়জন আর এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে লড়েন ৮ জন।
এর আগে মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, দুই দশকের বেশি সময় পর এবারই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হলো। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের নির্বাচনও হয়। জকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। এর মধ্যে আনুমানিক ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে আগেই জানিয়েছিলেন নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ। আর হল সংসদ নির্বাচনে মোট ১ হাজার ২৪২ ভোটারের মধ্যে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে।