শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ নবাবগঞ্জের ইউএন’র স্বাক্ষর নকল করে চেক জালিয়াতির অভিযোগে নবাবগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুন আক্তারকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।
বৃহষ্পতিবার গঠিত তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে প্রশাসন এ উদ্যোগ নেয়। সন্ধ্যা ৭টায় ইউএনও সাংবাদিকদের ডেকে এ তথ্য জানায়। এ ঘটনায় গুলশান থানায় একটি মামলা দায়ের হয়েছে। অধ্যক্ষের গাড়ী চালক মো. জসীমকে আটক করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও তদন্ত কমিটি সূত্রে জানায়, গত বুধবার বিদ্যালয়ের সভাপতি ইউএনও দিলরুবা ইসলামের স্বাক্ষর নকল করে নবাবগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুন আক্তার তার ব্যক্তিগত গাড়ী চালককে দিয়ে কমিউনিটি ব্যাংকে ১ লাখ ৭০ হাজার টাকার একটি চেক জমা দেয়।
গুলশান শাখা কমিউনিটি ব্যাংক কর্মকর্তা মো. রায়হান জামিল এ বিষয়ে সন্দেহ করেন। পরে লেনদেন আটকে দিয়ে অধ্যক্ষ নাজমুন আক্তারকে ফোন দিলে সে অস্বীকার করে। পরে চালককে আটক করে গুলশান থানা হেফাজতে দেয়।
এ ঘটনা জানতে পেরে নবাবগঞ্জের ইউএনও আজ সকালে কয়েকজন শিক্ষক, প্রশাসনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি করে দেন। তাঁদের সকলের সম্মতিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুন আক্তারকে অপসারণের সুপারিশ করে। পরে ওই প্রতিষ্ঠানের জেষ্ঠ্য শিক্ষক জাকির হোসেন মিয়াকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেন। বিদ্যালয়ের সভাপতি ইউএনও দিলরুবা ইসলাম বৃহষ্পতিবার সন্ধ্যা ৭টায় স্থানীয় সংবাদ কর্মীদের ডেকে বিস্তারিত জানান।
এ ঘটনায় ইউএনও বলেন, এরআগে গত ২৫ আগষ্ট আসফিয়া নামের একজন স্কুলের ওই হিসাবের পক্ষে ৪ লাখ ১১হাজার টাকা উত্তোলন করেন। যা তার অগোচরে সই স্বাক্ষর জালিয়াতি করা হয়েছে। তবে কে এই আসফিয়া তা জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ওই বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুন আক্তারকে তার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করে পাওয়া যায়নি। এছাড়া তার হটসএ্যাপ নম্বরে ক্ষুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
বিদ্যালয়ের করনিক রমজান আলী বলেন, নাজমুন ম্যাডাম গত ২১আগষ্ট তার কাছে থেকে স্কুলের চেক বই নিয়ে ৫টি পাতা রেখে বই ফেরত দেন। এরপর কি হয়েছে তা বলতে পারবো না।
গুলশান থানার উপপরিদর্শক মো. জাহিদ হোসেন বলেন, এঘটনায় মামলা হয়েছে। জসীম নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।