শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের চিলমারী মডেল থানার সার্বিক কার্যক্রম সরেজমিনে বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে চিলমারী মডেল থানা পরিদর্শন উপলক্ষে উপস্থিত হলে অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলামকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক। এসময় চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ-এর নেতৃত্বে একটি সু-সজ্জিত দল সালামি প্রদান করেন। এরপর অতিরিক্ত পুলিশ সুপার প্যারেড পরিদর্শন করেন।
পরে ক্রমান্বয়ে থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, সেরেস্তা, সার্ভিস ডেলিভারি সেন্টার সরেজমিনে পরিদর্শন পূর্বক থানায় কর্মরত, অফিসার-ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন এবং পেন্ডিং মামলা দ্রুত নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, থানা কম্পাউন্ডার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, নিয়মিত শরীর চর্চা, প্যারেড করা, নির্বাচনকালীন সময়ে সঠিকভাবে ডিউটি পালন করাসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক সহ থানার বিভিন্ন পদ-মর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।