বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

চিলমারীতে বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীরবিক্রমের দাফন সম্পন্ন

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের চিলমারীতে বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীরবিক্রম’ (৭৮)কে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় চিলমারী সরকারী ডিগ্রী কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা অনুষ্ঠান শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ সময় সংসদ সদস্য, প্রশাসনের ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ বিভিন্ন স্তরের কয়েক হাজার ধর্মপ্রাণ মুসুল্লি উপস্থিত ছিলেন।

সর্বস্তরের জনসাধারণ তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, চিলমারী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু প্রমূখ।

গত সোমবার ভোর সাড়ে ৫টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। মহান মুক্তিযুদ্ধে ত্যাগ ও সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার ১৯৭২ সালে গেজেটের মাধ্যমে তাকে বীরবিক্রম উপাধিতে ভূষিত করে। তিনি ৫ বারের উপজেলা পরিষদ নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com