রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন

চিলমারীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের চিলমারীতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (৯) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।

গত বৃহস্পতিবার (২২ জুন) এ ঘটনা ঘটলেও সোমবার (২৬ জুন) পর্যন্ত কোন আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, অভিযুক্ত ব্যক্তি স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় বিষয়টি ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চলছে।

অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শিশুটি থানাহাট বাজার থেকে বাড়ি ফিরছিল। এ সময় উপজেলার মণ্ডলপাড়া বাসিন্দা কয়সার আলী মণ্ডল (৪৫) তাকে জোরপূর্বক পার্শ্ববর্তী জিয়াউর রহমান জিয়া নামের এক শিক্ষকের বাড়িতে নিয়ে যায়। পরে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা চালান কয়সার। শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে আসলে কয়সার পালিয়ে যায়। শিশুটি বাড়িতে গিয়ে তার স্বজনদের এ ঘটনা খুলে বলে।
অভিযুক্ত কয়সার আলীর মোবাইলে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেসুল ইসলাম বলেন, আমি এবিষয়ে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান বলেন, থানায় বিষয়টি অবগত করা হয়েছে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। এ ছাড়াও ওই ব্যক্তি (কয়সার) স্বাস্থ্য বিভাগে চাকরি করেন, সে ক্ষেত্রে আরএমও কে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com