সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন

চিলমারীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, আটক ২

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের চিলমারীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের দায়ে দুইজন শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ড্রেজারের মালিক পালিয়ে যায়।

সোমবার দুপুরে উপজেলার রমনা মডেল ইউনিয়নের জামেরতল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনর্চাজ মো. হারেসুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন, চর শাখাহাতী এলাকার মৃত. আব্দুল মজিদের ছেলে মো. মোখলেসুর রহমান (৪৯) ও দুইথানা সাব বাধ এলাকার মো. আবু হার এর ছেলে মোহাম্মদ আল আমিন (২০)। পলাতক ড্রেজার মালিক মো. কুদ্দুস আলী।

থানা সূত্র বলছে, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী মডেল থানার ওসি হারেসুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে জামের তল এলাকা থেকে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের সময় দুইজন শ্রমিককে গ্রেফতার করে। এসময় ড্র্রেজারের মালিক পালিয়ে যায়। পরে থানা পুলিশ অবৈধ ড্রেজার ও সরাঞ্জাম জব্দ করে থানা হেফাজতে নেয়।

চিলমারী মডেল থানার অফিসার ইনর্চাজ মো. হারেসুল ইসলাম জানান, অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করা হয়েছে। এসময় ড্রেজারের মালিক পালিয়ে যায়। বালু মহাল আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com