শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

চার দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক:: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর প্রথমবারের মতো চার দিনের সফরে ঢাকার বাইরে যাচ্ছেন। আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে এ সফরে সাংগঠনিক কর্মসূচি, নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও জুলাই আন্দোলনের শহিদদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে দেখা করবেন।

এসব জেলার মধ্যে রয়েছে- টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট।

বুধবার (৭ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।

এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের ‘আচরণ বিধি’ কোনোক্রমেই লঙ্ঘন করা হবে না বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এরই মধ্যে এ বিষয়ে নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট জেলা প্রশাসক, জেলা ও উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদন করেছে দলটি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সফরের প্রথম দিন ১১ জানুয়ারি ঢাকায় কর্মসূচি শেষে গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। পরে তিনি বগুড়ায় যাবেন। ১২ জানুয়ারি বগুড়া থেকে সফর শুরু করে তিনি রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন। একইদিনে রংপুরে জুলাই আন্দোলনে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন।

১৩ জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন তারেক রহমান। সফরের শেষ দিন ১৪ জানুয়ারি রংপুর ও বগুড়ায় বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকায় ফিরবেন তিনি।

সফরকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, রংপুরে শহিদ আবু সাঈদ এবং দিনাজপুরে নানি সৈয়দা তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করবে। পরে সংশ্লিষ্টদের পরিবারের সাথে দেখা করবেন বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com