মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৯:১২ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের চিলমারীতে স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিভার্সাল এমিটির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের ডাটিয়ার চর এলাকায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার(উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন- ঢুষমারা থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, সংগঠনের কো-অর্ডিনেটর মোঃ মেহেদি হাসান দুর্জয়, সিএনআই কুড়িগ্রাম প্রতিনিধি জাহিদ হাসান, প্রতিদিনের সংবাদ চিলমারী প্রতিনিধি এসএম রাফি, স্বেচ্ছাসেবী সংগঠন জাগো’র প্রতিষ্ঠাতা মোঃ মিজানুর রহমান মিজান প্রমুখ।