বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন

চট্টগ্রামে স্ত্রী-কন্যার সামনেই যুবদল নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রামে স্ত্রী-কন্যার সামনেই যুবদল নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে:: চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ সেলিম (৪০) নামের এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।

নিহত সেলিম কদলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের স্ত্রী ফেরদৌস আক্তার বলেন, চাচি শাশুড়ির মৃত্যুর খবরে মোটরসাইকেলযোগে স্বামী ও মেয়েকে নিয়ে সেখানে যাচ্ছিলাম। পথে মোটরসাইকেল থামিয়ে কিছু ওষুধ কিনে আবার মোটরসাইকেলে উঠতেই একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে বোরকা পড়া দুইজন অস্ত্রধারী বের হয়ে সেলিমের মুখে গুলি করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে দুর্বৃত্তরা অটোরিকশাযোগে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেলিমকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মনিরুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশের একটি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। কী কারণে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com