বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
রাবি প্রতিনিধি:
গ্রীষ্মকালীন অবকাশ ও আসন্ন রমজান উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ১০ মে থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকলেও আবাসিক হলগুলো খোলা রয়েছে। বৃহস্পতিবার সকালে রুয়েটের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক জিএম মর্তূজা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘রুয়েটে গ্রীস্মকালীন ছুটি ১০ মে থেকে শুরু হয়ে তা চলবে ১৮ মে পর্যন্ত। এ সময়ে রুয়েটের সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
এদিকে পবিত্র রমজান উপলক্ষ্যে আগামী ১৯ মে থেকে ছুটি শুরু হবে। তবে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী একাডেমিক পরীক্ষ যথারীতি অনুষ্ঠিত হবে।
রমজানের ছুটি চলাকালীন সময়ে সকাল ৯ টা থেকে প্রশাসনিক ও অফিস কার্যক্রম, দুপুর আড়াইটা পর্যন্ত চলবে। ছুটি শেষ হলে পুনরায় ২৩ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম যথারীতি চালু হবে।