বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন

গোপালগঞ্জের ঘটনা এত পরিমাণে হবে এ তথ্য ছিল না: স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জের ঘটনা এত পরিমাণে হবে এ তথ্য ছিল না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে সহিংসতার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ ঘটনার গোয়েন্দা তথ্য ছিল। কিন্তু এত পরিমাণ হবে এ তথ্য ছিল না।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কক্ষের বাইরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বর্তমানে সেখানকার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভবিষ্যতে সেখানে যেন আর এ ধরনের ঘটনা না ঘটে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এ ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে দলটি যে অভিযোগ তুলেছে এ সংক্রান্ত প্রশ্নে উপদেষ্টা বলেন, অনেকে অনেক কথা বলে। যার যার বক্তব্য সে দিবে।

উল্লেখ্য, গতকাল বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে নিহত হয় চারজন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com