রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৮ অপরাহ্ন

গাজায় গত ২৪ ঘন্টায় আরও ৪৭ জন নিহত

যুদ্ধবিধ্বস্ত গাজা |ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় গত ২৪ ঘন্টায় আরও ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এনিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের অব্যাহত আক্রমণে নিহতের সংখ্যা ৬৪ হাজার ৮০৩ জনে পৌঁছেছে বলে শনিবার (১২ সেপ্টেম্বর) জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরো ২০৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফলে ইসরাইলি আক্রমণে আহতের সংখ্যা এক লাখ ৬৪ হাজার ২৬৪ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরাইলি বাহিনীর গুলিতে পাঁচজন ফিলিস্তিনি নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। এতে ২৭ মে থেকে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা দুই হাজার ৪৮৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১৮ হাজার ১১৭ জনেরও বেশি।

এছাড়াও অনাহার ও অপুষ্টিতে দুই শিশুসহ আরো সাতজনের মৃত্যু হয়েছে। ফলে অনাহারে মোট মৃত্যুর সংখ্যা ৪২০ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে ১৪৫টিই শিশু।

চলতি বছরের ২ মার্চ থেকে ইসরাইল গাজার সব সীমান্ত ক্রসিং সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। ফলে মানবিক সহায়তা প্রবেশ না করতে পারায় ফিলিস্তিনি ভূখণ্ডে দুর্ভোগ আরো তীব্র হয়েছে।

জাতিসঙ্ঘ-সমর্থিত দুর্ভিক্ষ পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন আগস্টের মাঝামাঝিতে উত্তর গাজায় দুর্ভিক্ষ নিশ্চিত করেছে। সংস্থাটির তথ্যমতে, সেপ্টেম্বরের শেষ নাগাদ দেইর আল-বালাহ ও খান ইউনিসে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গাজায় সামরিক অভিযান চালানোর জন্য গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এছাড়াও ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com