শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন

গাজায় ইসরাইলি হামলায় আরো ৯৮ ফিলিস্তিনি নিহত

যুদ্ধবিধ্বস্ত গাজা | ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় গত এক দিনে ৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের অব্যাহত আক্রমণে নিহতের সংখ্যা ৬৫ হাজার ৬২ জনে পৌঁছেছে বলে বুধবার (১৭ সেপ্টেম্বর) জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরো ৩৮৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফলে ইসরাইলি আক্রমণে আহতের সংখ্যা এক লাখ ৬৫ হাজার ৬৯৭ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরাইলি বাহিনীর গুলিতে সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৭ জন। এতে ২৭ মে থেকে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা দুই হাজার ৫০৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১৮ হাজার ৩৮১ জনেরও বেশি।

এছাড়াও অনাহার ও অপুষ্টিতে আরো চারজনের মৃত্যু হয়েছে। ফলে অনাহারে মোট মৃত্যুর সংখ্যা ৪৩২ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে ১৪৬টিই শিশু। আগস্ট মাসে গাজায় দুর্ভিক্ষ ঘোষণার পর থেকে কমপক্ষে ১৫৪ জন ফিলিস্তিনির অনাহারে মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩১টি শিশু।

এদিকে গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি ভঙ্গ করে ইসরাইল ফের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ১২ হাজার ৫১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫৩ হাজার ৬৫৬ জন। এর আগে, ইসরাইল গত ২ মার্চ থেকে গাজায় সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে। ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

উল্লেখ্য, গাজায় সামরিক অভিযান চালানোর জন্য গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এছাড়াও ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com