শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া |ইন্টারনেট অনলাইন প্রতিবেদক:: সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর।
খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি সর্বোচ্চ শোকপ্রকাশ করে সাত দিনের শোক ঘোষণা করেছে।
সকালে এভারকেয়ার হাসপাতালে এক ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনব্যাপী দলীয় অফিসে কালো পতাকা টানানো হবে। সাত দিন নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। দোয়া-মাহফিল আয়োজিত হবে। গুলশান কার্যালয় ও নয়াপল্টন কেন্দ্রীয় অফিসে শোক বই খোলা থাকবে।
দাফন ও জানাজা বিষয়ে সিদ্ধান্ত এলে জানানো হবে বলেও জানান তিনি।