সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঢাকা-১ আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল খারিজ করে বুধবার এ রায় দেন কমিশন।
রোববার (১৮ জানুয়ারী) রাতে এ রায়ের প্রতিক্রিয়া জানিয়ে নজরুল বলেছেন, কোনো ষড়যন্ত্র তাঁকে দমাতে পারবে না। সত্য উম্মোচিত হবে।
ইসি সূত্র জানায়, ব্যারিস্টার নজরুল ইসলামের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে তাঁর প্রার্থিতা বাতিলের আবেদন করেন এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী। শুনানি শেষে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ না পাওয়ায় নির্বাচন কমিশন আবেদনটি খারিজ করে দেন।
জামায়াত নেতার আইনজীবী বলেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনে ব্যারিস্টার নজরুল ইসলামের অংশগ্রহণে আর কোনো আইনি বাধা রইলো না। তিনি দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ও হয়রানির লক্ষ্যে একটি মহলের ইশারায় তাঁর মক্কেলের বিরুদ্ধে আপিল করা হয়েছিল, যা নির্বাচন কমিশন গ্রহণ করেননি। রায়ের পর ঢাকা-১ আসনে জামায়াত নেতার সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এ সময় ব্যারিস্টার নজরুল ইসলাম রায়কে ‘ন্যায়ের বিজয়’ হিসেবে উল্লেখ করে বলেন, কোনো ষড়যন্ত্র তাঁকে দমাতে পারবে না। তিনি বলেন, অনেকে বিদেশি নাগরিকত্ব পাওয়ার জন্য ভিটে-মাটি বিক্রি করলেও তিনি দেশের কল্যাণের জন্য বিদেশি নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশে ফিরে এসেছেন।
তিনি আরও বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ এবং একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের লক্ষ্যেই তিনি রাজনীতিতে এসেছেন। বিশেষ করে দোহার ও নবাবগঞ্জ এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে নিজেকে আরও বেশি নিবেদিত করতে চান বলেও জানান তিনি।
উল্লেখ্য, ঢাকা-১ আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণার খবরে নির্বাচনী মাঠে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। এছাড়া সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদার মেয়ে সেলিমা অন্তরা হুদার মনোনয়নপত্র বৈধ হওয়াতে নির্বাচনী হিসেবটা একটু পাল্টে যাবে বলে মনে করছে পর্যবেক্ষক মহল।