বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন
কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ কন্টেইনার সড়ক অতিসত্বর সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ছোট–বড় অসংখ্য গর্ত ও খানাখন্দে বৃষ্টির পানি জমে সড়ক চলাচলের অনুপযোগী হয়ে আছে বলে অভিযোগ করেন মানববন্ধকারীরা।
মঙ্গলবার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ কন্টেইনার সড়ক এলাকায় ঔষধ কারখানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসী, শিক্ষার্থী, যানবাহনের চালক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।
হাসনাবাদ হাসপাতাল সড়ক এলাকার বাসিন্দা সালাউদ্দিন চৌধুরী বলেন, দেড় মাস ধরে প্রায় ৪৫০ মিটার সড়কজুড়ে ছোট-বড় গর্ত ও খানাখন্দে ভরা। সেখানে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সড়ক পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় সময় যানবাহনের চাকা গর্তে আটকে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
উপজেলা প্রশাসনকে জানিয়েও কোন প্রতিকার পাচ্ছি না। আজকের অনুষ্ঠিত মানববন্ধনের মাধ্যমে সরকারের কাছে দ্রুত সড়কটি সংস্কার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
হাসনাবাদ-বসুন্ধরা রিভারভিউ রুটে চলাচলকারী সিএনজি অটোরিকশার চালক রাকিব আলী বলেন, বাধ্য হয়ে যাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় এ সড়ক দিয়ে চলাচল করতে হয়। প্রায় প্রতিদিনই এ সড়কে দুর্ঘটনা ঘটে। মাঝে মধ্যে সড়কের গর্তের মধ্যে চাকা আটকে যাওয়ায় অটোরিকশা উল্টে যায়। এতে যাত্রী ও চালকেরা আহত হয়। তাই জনগণ ও চালকদের চলাচলের স্বার্থে সরকারের এ সড়ক শিগগিরই সংস্কার করা উচিত।
হাসনাবাদ ঔষধ কারখানা এলাকার বাসিন্দা ও শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের শিক্ষার্থী আকিব হোসেন বলেন, সড়ক ভাঙাচোরা থাকায় আমরা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারি না। সড়ক সবসময় জলাবদ্ধতায় থাকে। হাঁটার সময় পা পিছলে পড়ে যাওয়ার উপক্রম হয়। অনেক বয়স্ক মানুষ কাদামাটিতে পড়ে গিয়ে আঘাত পায়। সড়ক ভাঙা থাকায় যানবাহনও পাওয়া যায়না। তাই সকলের কথা চিন্তা করে অতি দ্রুত সড়কটি সংস্কারে উদ্যোগ নেওয়া উচিত।
কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান বলেন, হাসনাবাদ কন্টেইনার সড়ক অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দেখভাল করেন। সংস্কারের বিষয়টি তাঁরা দেখবেন।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ যুব অধিকার পরিষদের সভাপতি মো. হিমেল, সাধারণ সম্পাদক তানজিল ইসলাম, কেরানীগঞ্জ অন্যায় প্রতিবাদ তরুণ যুব সংঘের সহসভাপতি মুহাম্মদ মুজিব ভুঁইয়া ও পীয়ারলেস্ ইয়ুথ ক্লাবের সভাপতি সায়মন চৌধুরী প্রমুখ।