বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৬:২১ অপরাহ্ন
কেরানীগঞ্জ প্রতিনিধি:: ঢাকার কেরানীগঞ্জে ‘জিটিএন অর্গানিক” নামের একটি নকল ঔষধ ও প্রসাধনী কারখানায় অভিযান চালিয়েছন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ২০ লাখ টাকার নকল ঔষধ, প্রসাধনী, ঔষধ তৈরির কাঁচামাল ও উৎপাদন সরঞ্জাম জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের মদিনা নগর আবাসিক এলাকায় একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নকল ঔষধ তৈরির খবর পেয়ে এ অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির ভেতর থেকে ”ফাস্ট পেইন রিলিফ”, ”জেনুইন রিফাইন্ড ফুড”, জেনুইন ফিট এন্ড স্লিম” ও ”এনার্জি বুস্টার” নামে যৌন উত্তেজক পাউডারসহ বিভিন্ন নকল পণ্য জব্দ করা হয়।
তিনি আরও বলেন, অভিযানকালে প্রতিষ্ঠানের মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। পরে প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে নকল পণ্য তৈরির কাজে ব্যবহৃত উৎপাদন সরঞ্জাম জব্দ করাহয়। জব্দ করা সমস্ত নকল ঔষধ ধ্বংস করা হবে।
অভিযানে ওষুধ প্রশাসন বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুর রশিদ ও ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক (ঔষধ তত্ত্বাবধায়ক) হাসিবুর রহমানসহ র্যাব-১০ একটি দল অংশ নেন।