মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন

কেরানীগঞ্জে দুটি বিদেশী পিস্তল উদ্ধার

কেরানীগঞ্জ প্রতিনিধি:: ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে দুটি বিদেশী পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে র‌্যাব-১০ এর সদস্যরা। তবে অভিযানকালে কৌশলে পেশাদার অস্ত্র ব্যবসায়ী পালিয়ে যায়।

রোববার (৯ নভেম্বর) দুপুরে র‌্যাব-১০ এর জেষ্ঠ্য সহকরী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় পেশাদার এক অস্ত্র ব্যবসায়ীকে ধরতে দক্ষিণ কেরানীগঞ্জের বাগবাড়ী রাজপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই অস্ত্র ব্যবসায়ী কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। একপর্যায়ে ওই এলাকার আবুল কালাম আজাদের তৃতীয় তলা ভবনের ছাদের সিঁড়ির কোণায় পরিত্যক্ত অবস্থায় দুইটি বিদেশী পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, অস্ত্র ব্যবসায়ী ও তাঁর সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com