মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন

কেরানীগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাতনামা এক যুবকের (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

কেরানীগঞ্জ প্রতিনিধি:: ঢাকার কেরানীগঞ্জে সড়কের পাশের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক যুবকের (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের পরনে ছিল কালো রঙের ফুলপ্যান্ট ও ধূসর রঙের গেঞ্জি। নয় দিনের ব্যবধানে কেরানীগঞ্জে ডোবা থেকে দ্বিতীয় লাশ উদ্ধারের ঘটনা এটি।

রোববার (৫ অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের সালাম চেয়ারম্যান সড়ক এলাকার ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, বেলা ১২টার দিকে ডোবার দিক থেকে খুব বাজে গন্ধ আসছে। প্রথমে মনে হলো হয়তো কোনো প্রাণীর লাশ পচে গেছে। পরে কয়েকজন মিলে কাছে যেতেই দেখি পানিতে কিছু একটা ভাসছে। তখনই পুলিশে খবর দিই। তিনি আরও বলেন, এমন ঘটনা আগে এই এলাকায় কখনো ঘটেনি। কে এই লোক, কীভাবে এখানে এল, কিছুই বুঝতে পারছি না।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, পথচারীরা সড়কের পাশে ডোবা থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তিনি আরও বলেন, দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহ ফুলে ফেঁপে গেছে। তাই লাশের আঙুলের ছাপ সংগ্রহ করা যায়নি। এছাড়া শরীরে আঘাতের কোনো চিহ্ন পরিলক্ষিত হয়নি। তবে তার পকেট থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সেটির সূত্র ধরে মৃতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত ২৬ সেপ্টেম্বর দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের কামারপাড়া এলাকায় আলমগীর হোসেনের বাড়ির পাশের একটি ডোবা থেকে জালাল শিকদার (৪৪) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছিল পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com