বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
কেরানীগঞ্জ প্রতিনিধি:: ঢাকার কেরানীগঞ্জে র্যাব সদস্য পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে খেলনা পিস্তল, র্যাবের জ্যাকেট ও ওয়াকি-টকিসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সোমবার (৫ জানুয়ারী) সকালে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আব্দুল হক স্বপন (৫৪), আনোয়ার হোসেন (৫৬) ও আবুল কায়জাদ ওরফে উথান (৫৪)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের রাজউকের ঝিলমিল আবাসন প্রকল্প এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে র্যাবের চারটি জ্যাকেট, একটি ওয়াকিটকি, দুটি প্লাস্টিকের খেলনা পিস্তল, দুটি পিস্তলের কভার ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডাকাতির প্রস্তুতির বিষয়টি স্বীকার করেছে। তারা কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে র্যাব পরিচয়ে ডাকাতি করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় নতুন করে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।