শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
নিহত বিএনপি নেতা হাসান মোল্লা। নিজস্ব প্রতিবেদক:: ঢাকার কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লা (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (২৪ জানুয়ারী) বিকেল ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে গতকাল শুক্রবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁকে ওই বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসান মোল্লা কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি হযরতপুর ইউনিয়নের বাসিন্দা অকো মোল্লার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, গুলিবিদ্ধ হাসান মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও ঢাকা-২ আসনে বিএনপির প্রার্থী আমানউল্লাহ আমানের একান্ত সচিব উজ্জ্বল হোসেন বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর হাসান মোল্লার অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল চারটার দিকে তিনি মারা যান। তিনি আরও বলেন, তাঁর মৃত্যুতে দলীয় নেতা-কর্মীসহ বিএনপি পরিবার গভীর শোকাহত।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় একটি গুলি তাঁর পেটের একদিকে ঢুকে অন্যদিক থেকে বেরিয়ে যায়। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।