বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
কেরানীগঞ্জ প্রতিনিধি:: ঢাকার কেরানীগঞ্জে জিনজিরা ইউনিয়ন কৃষক লীগের অর্থ সম্পাদক মানিক সরকার (৪২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ জানুয়ারী) সকালে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের মান্দাইল এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মানিক সরকার সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি এলাকায় বিভিন্ন অনিয়ম ও অপকর্মে জড়িত ছিলেন।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, রাজনৈতিক মামলায় কৃষক লীগ নেতা মানিক সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।