বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে এয়ার ফ্রেশনার কারখানায় বিস্ফোরণ, এক শ্রমিক নিহত ও আহত ৩

কেরানীগঞ্জ প্রতিনিধি:: ঢাকার কেরানীগঞ্জে চার দিন আগে চালু করা একটি এয়ার ফ্রেশনার কারখানায় ব্যবহৃত রাসায়নিক ও গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে কারখানার এক শ্রমিক নিহত ও তিন শ্রমিক আহত হয়েছেন।

সোমবার (৫ জানুয়ারী) দুপুরে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের গদাবাগ নিউ টাউন সিটি এলাকায় এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

নিহত শ্রমিক হলেন- সাব্বির রহমান (২২)। সে পাবনা জেলার সদর থানার বাসিন্দা শরিফুল ইসলামের ছেলে। এ ঘটনায় দগ্ধ শ্রমিকদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, চার দিন আগে কারখানাটি চালু করা হয়। রবিউল ইসলাম নামের এক ব্যক্তি কারখানার মালিক। সোমবার সকাল থেকে শ্রমিকরা কারখানায় কাজ করছিলেন। দুপুরের দিকে হঠাৎ কারখানা থেকে বিকট শব্দ শুনতে পাই। এসময় আমরা আঁতকে উঠি। পরে কারখানায় গিয়ে দেখি সেখানে আগুন জ্বলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক গদাবাগ এলাকার এক বাসিন্দা বলেন, আমাদের এলাকাটি আবাসিক এলাকা। এই এলাকায় এমন ঝুঁকিপূর্ণ কারখানা স্থাপন করা ঠিক হয়নি। কারখানার আগুন আশপাশে ছড়িয়ে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, দুপুরে কারখানাটিতে বিস্ফোরণের খবর পাই। খবর পেয়ে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তিনি আরও বলেন, কারখানাটিতে এয়ার ফ্রেশনার তৈরিতে ব্যবহৃত রাসায়নিক ও গ্যাস সিলিন্ডার মজুদ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানায় মজুদ থাকা রাসায়নিক দ্রব্য ও গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। এব্যাপারে তদন্ত চলছে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওমর ফারুক বলেন, বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শ্রমিক সাব্বিরকে উদ্ধার করে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনাটি দুঃখজনক। বিস্ফোরণের প্রকৃত কারণ ও কারখানাটির সনদ সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com