শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০২:১৭ অপরাহ্ন
কেরানীগঞ্জ প্রতিনিধি:: ঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযানে পেশাদার দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা ও চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শাহ নেওয়াজ (৩৪) ও মো. রনি (৩৭)।
ওসি মো. সাইদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী শাহ নেওয়াজকে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। সেদিন রাতে কদমতলী গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে রনিকে চার কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। তাঁদের দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।