শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
কেরানীগঞ্জ, প্রতিনিধি॥
ঢাকার কেরানীগঞ্জে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) জোরদারে গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে ইপিআই ড্রাই স্টোর নির্মাণ কাজের উদ্বোধন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। একই দিনে তিনি কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের তালেপুর এলাকায় ইউনিসেফের সহযোগিতায় ন্যাশনাল ইপিআই ড্রাই স্টোর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পরে অধ্যাপক ডা. মো. আবু জাফর কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এসময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান ও বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর সাংবাদিকদের বলেন, ঢাকা মহানগরের একেবারে কাছাকাছি হওয়ায় কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানকার অবকাঠামো ও সুযোগ-সুবিধা আরও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে। প্রয়োজনীয় জনবলের ঘাটতির কারণে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। এসব সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
ইপিআই ড্রাই স্টোর প্রসঙ্গে তিনি আরও বলেন, এই সংরক্ষণাগারটি নির্মিত হলে টিকা ও টিকাসংশ্লিষ্ট উপকরণ সংরক্ষণ, ব্যবস্থাপনা ও সরবরাহ ব্যবস্থা আরও আধুনিক হবে। এর মাধ্যমে জাতীয় টিকাদান কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিদর্শক ও উন্নয়ন) ডা. শেখ সাইদুর রহমান, ঢাকা জেলা সিভিল সার্জন ডা. মো. জিল্লুর রহমান, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক ও কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মুকাদ্দেস প্রমুখ।