বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন

কেমন দোহার নবাবগঞ্জ চাই ? লিফলেট বিতরণ ও গণসংযোগ বিএনপির নেত্রীর

কেমন দোহার নবাবগঞ্জ চাই? লিফলেট বিতরণ ও গণসংযোগ বিএনপির নেত্রীর

নিজস্ব প্রতিনিধি,নবাবগঞ্জঃ কেমন দোহার নবাবগঞ্জ চাই? প্রশ্ন লেখা সংবলিত লিফলেট বিতরণ করেছেন বিএনপি নেত্রী ব্যারিষ্টার মেহনাজ মান্নান।

বৃহষ্পতিবার দিনব্যাপী নেতাকর্মীদের নিয়ে তিনি দোহারের বিভিন্ন হাট বাজার ও জনবহুল এলাকায় এ লিফলেট বিতরণ করেন। মেহনাজ মান্নান ঢাকা-২ (নবাবগঞ্জ) আসনের সাবেক এমপি আব্দুল মান্নানের কন্যা ও বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন (অসীমে)র স্ত্রী।

বৃহস্পতিবার দুপুর থেকে উপজেলার লটাখোলা করমআলীর মোড় হতে গণসংযোগে অংশ নেন বিএনপি নেত্রী ব্যারিস্টার মেহনাজ মান্নান। বিতরণ হওয়া লিফলেটে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানসহ তাঁদের বাবা মেয়ের ছবি ও ধানের শীষ প্রতীক রয়েছে। সেখানে লেখা আছে ‘আপনি ভবিষ্যত দোহার নবাবগঞ্জ কেমন দেখতে চান? আপনাদের ভাবনা ও আমাদের প্রচেষ্টায় গড়ে উঠবে আধুনিক দোহার নবাবগঞ্জ। মতামত জানতে ৪টি মোবাইল নম্বর দেয়া হয়েছে” লিফলেটে।

এসময় উপজেলার জয়পাড়া, মেঘুলা, নারিশা ও মুকসুদপুরের ফুলতলা বাজারে গণসংযোগ ও লিফলের বিতরন শেষে সংক্ষিপ্ত সভা করেন মেহনাজ মান্নান। সভায় মেহনাজ মান্নান বলেন, দোহার নবাবগঞ্জে দল যাকে ধানের শীষ প্রতীক দিয়ে পাঠাবে আমরা সবাই সম্মলিত ভাবে তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করবো। আধুনিক দোহার নবাবগঞ্জ গড়তে সকলে ঐকবদ্ধ থেকে বিএনপিকে আরও শক্তিশালী করা হবে। তিনি বলেন, সন্ত্রাস চাঁদাবাজ ভ‚মিদস্যুদের বিষয়ে সবাই সর্তক থাকবেন। নিবার্চনে তাঁদেরকে বর্জন করুন।

কেমন দোহার নবাবগঞ্জ চাই? লিফলেট বিতরণ ও গণসংযোগ বিএনপির নেত্রীর

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার শাহিন মাহমুদ, দোহার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান (মাসুম), সেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,দোহার উপজেলা যুবদলের সাবেক সভাপতি মিঠু বেপারী, দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আওয়াল আকন্দ, নারিশা ইউনিয়ন বিএনপি নেতা হারুন অর রশিদসহ বিএনপি ঙ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com