বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ৪০টি বাইসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামে ৪০টি চোরাই বাইসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

জানা গেছে, রোববার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধরলা ব্রীজের পূর্বপার একতা পাড়ায় চোরাই বাইসাইকেল উদ্ধার অভিযান পরিচালনা করে অভিযুক্ত কফসার আলীর বাসতবাড়ি থেকে ২০টি বাইসাইকেল ও ২০টি খন্ডিত বাইসাইকেলসহ মোট ৪০ টি বাইসাইকেল উদ্ধার করে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। এ সময় আন্তঃজেলা বাইসাইকেল চোর ও চোরাই সাইকেল মজুদ ও বিক্রয় চক্রের কুখ্যাত চোর মোঃ কফসার আলী (৬০) ও মোঃ শফিকুল ইসলাম(২৯)কে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, কুড়িগ্রাম জেলায় সংঘটিত অপরাধ দমন ও নিয়ন্ত্রনে নাগরিকদের পাশে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com