বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামে পৃথক দু’টি অভিযানে ১২৯ কেজি গাঁজাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ফুলবাড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে বড়ভিটা ইউনিয়নের বাঘ খাওয়ার চর গ্রাম থেকে ৫টি গাঁজার গাছ প্রতিটি গাছের উচ্চতা ১৮ ফিট যার ওজন ১১৪ কেজি উদ্ধারসহ পশ্চিম ধনিরাম গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ জাফর আলীকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে রোববার রাতে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে আন্ধারীঝার গ্রামের মোঃ শফিকুল ইসলাম(৩৫) এর বসতবাড়িতে অত্যান্ত চতুরতার সাথে গোপন ট্রাংকের ভেতর লুকানো ১৫ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।