বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন

কুড়িগ্রামে স্মার্ট ফোন না পেয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্মার্ট মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা মায়ের সাথে অভিমান করে ফরহাদ হোসেন নামের এক সপ্তম শ্রেণীর ছাত্র আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পারিবারিক সুত্রে জানা গেছে, ফরহাদ বেশ কয়েকদিন থেকে মোবাইল ফোন কিনবে বলে বায়না ধরেছে। তবে আজ সকালে তার শয়ন ঘরের ধরনার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁসি দিয়ে ঝুলে থাকার সময় ওই ছাত্রের মা জানালা দিয়ে দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশী লোকজন দৌড়ে এসে তাকে ফাঁসি থেকে নামিয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপে­ক্স এ নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক ওই ছাত্রকে মৃত ঘোষণা করেন। মরদেহ পুলিশ থানায় নিয়ে আসেন। নিহত ওই ছাত্র উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের দক্ষিণ কামালপুর এলাকার আশরাফুল আলমের ছেলে।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্ররণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com