রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

শিরোনামঃ
আফ্রিকায় টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যায় শতাধিক মানুষের মৃত্যু ফ্যাসিবাদের সময় যারা খুন-গুমের শিকার হয়েছেন তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না: তারেক রহমান কেরানীগঞ্জে মা-মেয়ে খুন: ঋণের কিস্তি নিয়ে বিরোধে হত্যাকাণ্ডের পর ২১ দিন লাশ দুটি ফ্ল্যাটে রেখে বসবাস “মাদক ধরলেই আপনি বাধা দেন” কেরানীগঞ্জে বিএনপি নেতার সঙ্গে ডিবি পুলিশের বাকবিতণ্ডা দেশে ব্যবহৃত পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তনের কথা জানাল ইসি মেক্সিকো ও দক্ষিণ আমেরিকার আকাশসীমায় যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি প্রার্থিতা ফিরে পেতে অষ্টম দিনের আপিল শুনানি চলছে পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খালে, একই পরিবারের ১৪ জন নিহত

কুড়িগ্রামে সুবিধা বঞ্চিত শিশুরা পেলেন ব্রুনাই সুলতানের উপহার

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের ধরলা নদী অববাহিকার চরের হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ব্রুনাই সুলতানের দেয়া উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামাগ্রীর মধ্যে ছিল জুতা ও তৈরি পোষাক।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের চড় হাওড়-বাওড় শহীদ ক্যাপ্টেন বাশার বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকীয়ার বরাদ্দ দেয়া জুতা ও পোশাক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বিতরণ করে আন্তর্জাতিক বেসরকারীদাতা ও উন্নয়নসংস্থা মুসলিম এইড ও ইএসডিও।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুসলিম এইড-ই উকে বাংলাদেশ কান্ট্রি অফিসের কোঅর্ডিনেটর-এডুকেশন মোঃ শাহওয়ালিউল্লাহ, ইএসডিও সিবিএম প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সুভাষ সরকার, ইঞ্জিনিয়ার মঈদুল ইসলাম, অত্রবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম।

উল্লেখ্য, গত ১৫-১৭ অক্টোবর ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকীয়া তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন। এ সময় তিনি বাংলাদেশের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ১৬০জোড়া জুতা ও পোশাক বরাদ্দ করেন।

সুলতানের সফরের সময় ঢাকায় নিযুক্ত ব্রুনাই দারুস সালামের হাইকমিশনার উপহার সামগ্রী গ্রহণ করেন। পরে ২-৬ বছর বয়সী সুবিধাবঞ্চিত শিশুদের উপহার বিতরণে সহায়তা করার জন্য মুসলিম এইড-ইউকে বাংলাদেশ’র কান্ট্রি অফিসকে অনুরোধ জানান।

এই পরিপ্রেক্ষিতে মুসলিম এইড- ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের কান্ট্রিডিরেক্টর জেনির খায়ের ও হেড অবস্ট্র্যাটেজিক পার্টনারশিপ প্রধান মোঃ আব্দুর রহিম ঢাকার ব্রুনাই দারুস সালামের হাই কমিশন অফিসে যান এবং সহযোগীতার আশ্বাস দেন। এ সময় তারা ১৬০ জোড়া জুতা ও পোশাক গ্রহণ করেন। উক্ত জুতা ও পোশাক ঢাকা, মৌলভীবাজার ও কুড়িগ্রাম জেলার দরিদ্র শিশুদের মাঝে বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com