মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন

কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের রৌমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আমির হোসেন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর মধ্যপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে ডিসি রাস্তায় ধনারচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যেক্ষদর্শিরা জানান, আমির হোসেন তার নিজ বাড়ি থেকে বেড়িয়ে ডিসি রাস্তা দিয়ে হেটে কর্তিমারী বাজারে যাওয়ার পথে অপরদিক থেকে দ্রুতগতিতে আসা হারুনর রশিদ তার মোটরসাইকেলটি পথচারীকে সজোড়ে ধাক্কা দেয়। এতে ওই পথচারী ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা আহতবস্থায় তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষানা করেন। ঘাতক মোটরসাইকেল মালিক হারুনর রশিদ একই ইউনিয়নের বকবান্দা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে বলে জানা গেছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। এঘটনায় এখনও কোন মামলা হয়নি তবে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com