বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন

কুড়িগ্রামে মামলার পর কিশোরী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের চিলমারীতে খালার বাড়ি যাওয়ার সময় ৯ম শ্রেণী পড়ুয়া এক কিশোরীকে অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার তিন মাস পর ওই কিশোরীর মা বাদী হয়ে চিলমারী মডেল থানায় সুজন মিয়া (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে অপহরণের মামলা করেন।

এদিকে মামলা হওয়ার এক ঘন্টার মধ্যে অপহরণকারী ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৭ মে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট থেকে গাবেরতল এলাকায় যাওয়ার সময় ওই কিশোরীকে অপহরণের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

অভিযোগ ও থানা সূত্র বলছে, রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট এলাকার মৃত হামিদুল ইসলামের ছেলে সুজন মিয়া (২২) দীর্ঘদিন থেকে ৯ম শ্রেনী পড়ুয়া ওই কিশোরীকে বিভিন্ন ধরণের কু-প্রস্তাব দিত। ওই যুবকের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ওই কিশোরীকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। পরে বিষয়টি ওই মেয়ে তার বাড়িতে মায়ের কাছে জানায়। এরপর সুজন মিয়ার বাড়িতে বিষয়টি জানায় ওই কিশোরীর মা। কিন্তু এরপর গত ৭ মে ফকিরেরহাট থেকে গাবেরতল এলাকায় খালার বাড়ি যাওয়ার সময় ওই মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। এতে বেশকয়েকজন স্থানীয় লোকজন বাধাঁ দিলেও আটক করতে পারেনি। অপহরণের ঘটনাটি ওই কিশোরীর মা জানতে পারলে বিয়ষটি নিয়ে অভিযুক্ত ওই যুবকের পরিবারের কাছে আপোষ করতে গেলে সুজনের পরিবার বিভিন্নভাবে কাল ক্ষেপন করে। পরে কোন উপায় না পেতে গত রোববার থানায় মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ এক ঘন্টার মধ্যে ওই যুবককে গ্রেপ্তার করে।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার ওই কিশোরীর মা থানায় এসে অপহরণের অভিযোগ করে। পরে অভিযোগের এক ঘন্টার মধ্যে ছেলে-মেয়েকে উদ্ধার করে দু’জনকেই থানায় আনা হয়। সোমবার বিকেলে ছেলে-মেয়ে দুজনকেই আদালতে পাঠানো হয়েছে। যেহেতু মেয়েটির অপ্রাপ্তবয়স্ক তাই মেয়েকেও আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com