বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২:০২ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ভোটহাট গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের মঞ্জুরুল ইসলামের ছেলে জোবায়ের হোসেন (৫) বুধবার সকালে প্রতিবেশী ফরমান আলীর বাড়িতে খেলতে যায়। ওই সময় ফরমান আলী তার বাড়ির আঙ্গিনায় ব্যাটারি চালিত ভ্যানের ব্যাটারি চার্জে দিয়েছিলো। এসময় জোবায়ের ভ্যানের কাছে খেলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।