রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুৎপৃষ্টে শামীম হোসেন ডিপজল (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে পীরবাড়ী দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা গেছে, শনিবার দুপুরে নাগেশ্বরী পৌরসভার বাঘডাঙ্গা পীরবাড়ি এলাকার আশরাফুল আলমের পুত্র শামীম হোসেন বোরো বীজতলায় পানি দিতে বৈদ্যুতিক সেচ পাম্প স্থাপন করছিল। এসময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শামীমের।
নাগেশ্বরী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।