বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন

কুড়িগ্রামে বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামে জাতীয় পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলো বিএনপি’র ৫ শতাধিক নেতাকর্মী।

শনিবার কুড়িগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্তরে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নাগেশ্বরী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি মোস্তাফিজুর রহমান মোস্তাক।

এ সময় নারায়ানপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফরিদুল ইসলাম জোদ্দার, রফিকুল ইসলাম মাস্টার ও ডা. মহসিন আলীর নেতৃত্বে ৫ শতাধিক বিএনপির নেতাকর্মী মোস্তাফিজুর রহমানের হাতে ফুলের তোরা দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। এ সময় জাতীয় পার্টিও পক্ষ থেকে সকলকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি মোস্তাফিজুর রহমান মোস্তাক জানান, আগামী দিনে জাতীয় পার্টির সু-দিন আসছে। এই অঞ্চলের মানুষ জাতীয় পার্টির উপর আস্থাশীল। আর সে কারনে দলে দলে বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা এখন জাতীয় পার্টিতে যোগদান করছে। তিনি আরও বলেন, জাতীয় পার্টি আরও সু-সংগঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে একক ভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com