বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

কুড়িগ্রামে পুকুর থেকে ভিক্ষুকের লাশ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার খামার আন্ধারীঝাড় এলাকার একটি পুকুর থেকে এক ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, নাগেশ্বরী উপজেলার আশ্রনগর শিংরিয়ারপাড় গ্রামের মৃত সৈয়দ আলী মিস্ত্রীর পুত্র হােসেন আলী (৮০) পেশায় একজন ভিক্ষুক। গত রবিবার সকালে বাড়ি থেকে ভিক্ষা করতে বের হয় এবং বাড়িতে আর ফেরেনি। সােমবার সকালে রফিকুল ও খােকন মিয়ার বাড়ি সংলগ্ন পুকুরে হােসেন আলীর লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী ভুরুঙ্গামারী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে স্বজনদের নিকট হস্তান্তর করে। ধারনা করা হয় রাত ৮/৯ টার সময় বাড়িতে ফেরার সময় ওই বৃদ্ধ রােগাক্রান্ত কারনে রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে পুকুরে নেমে উঠার সময় পা পিছলে পড়ে পুকুরের পানিতে ডুবে মারা গেছে।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হােসেন জানান, পারিবারিকভাবে কােন অভিযােগ না থাকায় একটি ইউডি মামলা করার পর লাশ দাফনের জন্য পরিবারের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com