বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চন্ডিপুর এলাকায় ঢাকাগামী একটি নৈশ কোচের ধাক্কায় আবু ইউনুস (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালকও।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের চন্ডিপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের টাকিমারী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত শাহের আলীর ছেলে।
স্থানীয়রা জানান, নিহত আবু ইউনুসের ভাগিনা নতুন একটি মোটরসাইকেল কিছু দিন আগে কিনেছিলেন। সেই ভাগিনার গাড়িতে করে বাড়ি আসার সময় ভুরুঙ্গামারী থেকে ছেরে আসা ঢাকাগামী নৈস কোচের থাক্কায় মামার মৃত্যু হয়েছে। অপর আরোহী ভাগিনাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি। আমরা ঘটনাস্থলেই আছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।