রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

শিরোনামঃ
আফ্রিকায় টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যায় শতাধিক মানুষের মৃত্যু ফ্যাসিবাদের সময় যারা খুন-গুমের শিকার হয়েছেন তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না: তারেক রহমান কেরানীগঞ্জে মা-মেয়ে খুন: ঋণের কিস্তি নিয়ে বিরোধে হত্যাকাণ্ডের পর ২১ দিন লাশ দুটি ফ্ল্যাটে রেখে বসবাস “মাদক ধরলেই আপনি বাধা দেন” কেরানীগঞ্জে বিএনপি নেতার সঙ্গে ডিবি পুলিশের বাকবিতণ্ডা দেশে ব্যবহৃত পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তনের কথা জানাল ইসি মেক্সিকো ও দক্ষিণ আমেরিকার আকাশসীমায় যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি প্রার্থিতা ফিরে পেতে অষ্টম দিনের আপিল শুনানি চলছে পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খালে, একই পরিবারের ১৪ জন নিহত

কুড়িগ্রামে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে ৩৬৩ জনকে সেবা প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় গত নভেম্বর মাসে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে ৩৬৩ জন সেবা প্রার্থীকে সেবা প্রদান করা হয়েছে।

সুত্র জানায়, পুলিশের নিকট অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক এবং মানবিক সাড়া প্রদানে স্বামী-স্ত্রীর মধ্যে ১৯টি বিরোধ মীমাংসা, ১৯ জন শিশু এবং ভিকটিমকে উদ্ধার করে তাদের মা ও পরিবারের নিকট প্রদান, জমিজমা সংক্রান্তে বিজ্ঞ আদালতে তদন্তের অনুমতির জন্য ১৮ টি আবেদন, ১৫৬ টি জমিজমা, প্রতারণা , টাকা-পয়সা সংক্রান্ত, ভয়-ভীতি,পারিবারিক কলহ ও বিরোধ নিষ্পত্তি করা হয়।

এছাড়াও পুলিশের সহযোগিতায় বিভিন্ন ধরনের সনদপত্র, আইডি কার্ড ও দুস্থ ভাতার কার্ড,রেশন কার্ড, চেকের পাতা, জাতীয় পরিচয়পত্র হারানো বিষয়ে ৭৮ টি সাধারণ ডায়েরি ও পরামর্শ প্রদান করা হয়। ডেস্ক অফিসারের নিকট সেবা প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে যৌতুকের জন্য মারপিটের মামলা ৭ টি, যৌন-নিপীড়ন ও ধর্ষণের চেষ্টার মামলা ৩ টি, মারপিট, চুরি, ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি বিষয়ে মামলা ২ টি মামলা রেকর্ড করা হয়। অপহরণ মামলা ৭ টি, বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে গুরুতর আহত করায় মামলা ১ টি, মোবাইল হারানো সংক্রান্তে ৭ টি জিডি, বিকাশে ভুল নম্বরে টাকা পাঠানো সংক্রান্তে ৪ টি, নিখোঁজ ব্যক্তি সংক্রান্তে জিডি ২ টি, ধর্ষন মামলা ৩ টি, ইভটিজিং ১টি সহ ওয়ারেন্ট তামিল ও মাদক বিষয়ক তথ্য গ্রহণ এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডেস্ক অফিসার অভিযোগকারী এবং তদন্তকারী কর্মকর্তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে স্থানীয় সকলের সহযোগিতায় অভিযোগ সংক্রান্তে সর্বোচ্চ দ্রুততার সাথে আইনগত ও মানবিক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করেছেন।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য সেবা সহজীকরণের একটি অংশ হিসেবে আমাদের এই সেবা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com