রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের পূর্বপাখিউড়া গ্রামে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে জোনায়েদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ওই গ্রামের হাবিবুর রহমানের পুত্র।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় খেলতে গিয়ে সকলের অজান্তে বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখঁজির পর শিশু জোনায়েদকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রৌমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) রুপ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।