মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন

কুড়িগ্রামে ইটবোঝাই ট্রলির চাপায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রাম শহরের সরকারি কলেজ সংলগ্ন তালতলা এলাকায় ইটবোঝাই ট্রলির চাকার নিচে পড়ে মোটরসাইকেল চালক এইচএসসি পরীক্ষার্থী এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো এক কলেজ ছাত্র। নিহত লতিফুর রহমান উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের আব্দুল ওহাবের পুত্র। সে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। আহত কলেজ ছাত্রকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কুড়িগ্রাম-২২ বিজিবি ক্যাম্পের পূর্ব গেটের পাশে তালতলা এলাকায় লতিফুর রহমান (২২) ও আহসান হাবিব নামের কলেজ ছাত্র দুই বন্ধু মোটারসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন। এসময় কুড়িগ্রাম সরকারী কলেজের পূর্ব পাশ থেকে তালতলা মুখি একটি ইট বোঝাই ট্রলিকে ওভারটেক করতে গিয়ে একটি বাইসাইকেল চালককে সাইড দিতে গিয়ে পড়ে যায়। এসময় ট্রলির চাকা মোটরসাইকেল ও চালকসহ অপর আরোহীর উপরে উঠে গেলে লতিফুর রহমান ও আহসান হাবিব দু’জনেই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লতিফুর রহমানকে মৃত ঘোষণা করে এবং আহসান হাবিবকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত আহসান হাবিব লতিফুর রহমানের বন্ধু। তবে সে কোন কলেজের ছাত্র তা জানাতে পারেনি পুলিশ।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো: শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com