মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন

কুড়িগ্রামে আন্তঃজেলা অটোরিক্সা চোর চক্রের মূল হোতা গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামে আন্তঃজেলা অটোরিক্সা চোর চক্রের মূল হোতা মোঃ আসাদুল ইসলাম(৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১৮ জানুয়ারি দুপুরে অটোচালক ফুলবাড়ীর জাকলাটারী গ্রামের মোঃ শহিদুল ইসলাম যাত্রীসহ যাত্রীর আত্মীয়র সাথে সাক্ষাতের জন্য কুড়িগ্রাম জেলা কারাগারে আসেন। অটোটি জেলা কারাগার কুড়িগ্রামের মেইনগেটে রেখে অটোচালক সহ যাত্রী ভিতরে ব্যস্ত থাকার সুযোগে অটো চোর অটোটি চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে কুড়িগ্রাম সদর থানা পুলিশ সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে চুরি যাওয়া অটোটি সার্কিট হাউজ রেল-স্টেশনগামী রাস্তা হতে উদ্ধার করে। কুখ্যাত অটোরিক্সা চোর ভূরুঙ্গামারী দেওয়ানের খামার এলাকার মোঃ আসাদুল ইসলাম (৩৮)কে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে পূর্বে অটো চুরি মামলাসহ একাধিক চুরি মামলা রয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, উক্ত আসামীর পূর্বের অটো চুরি মামলার হাজিরা দিতে কুড়িগ্রাম আসে পরে জেলখানার সামনে অটোরিক্সাটি চুরি করে। আসামির নিকটে থাকা একটি মাস্টার চাবির সাহায্যে অটোটির তালা খুলে কুড়িগ্রাম জেলা কারাগারের মেইনগেট হতে চুরি করে নিয়ে যায়। আসামী একটি সংগবদ্ধ অটো চোর চক্রের সদস্য। উক্ত বিষয়ে তদন্ত চলমান রয়েছে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কুড়িগ্রাম জেলা পুলিশ। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com