বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৬:২২ অপরাহ্ন
ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। তিনি সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী আহসানুল হক পচা মোল্লার পুত্র।
মনোনয়ন পাওয়ার পর থেকেই রেজা আহমেদ বাচ্চু মোল্লা মাঠে নেমেছেন নেতা-কর্মী ও সাধারণ জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে বেড়াচ্ছেন, গণসংযোগ করছেন এবং দলীয় নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন।
তিনি বলেন, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা জনগণের কল্যাণে কাজে লাগাতে চাই। রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বী থাকবেই, তবে আমি দলের নির্দেশ মেনে সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। কুষ্টিয়া-১ আসন বিএনপির একটি ঐতিহ্যবাহী আসন। এ অঞ্চলের মানুষ সবসময় গণতন্ত্র ও মানুষের অধিকারের পক্ষে ছিলেন। আমি বিশ্বাস করি, জনগণ আবারও বিএনপির পক্ষে রায় দেবেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁর মনোনয়ন পাওয়ার খবরে পুরো দৌলতপুরে উৎসবের আমেজ বিরাজ করছে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতা-কর্মীরা আনন্দ মিছিল ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন।

দলীয় নেতারা জানান, রেজা আহমেদ বাচ্চু মোল্লা একজন তরুণ, সৎ ও জনপ্রিয় রাজনীতিক। তিনি তাঁর পিতা আহসানুল হক পচা মোল্লার আদর্শে অনুপ্রাণিত হয়ে এলাকার উন্নয়ন, শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছেন।
নেতাকর্মীদের উদ্দেশে বাচ্চু মোল্লা বলেন, নির্বাচন সামনে। এখন প্রয়োজন ঐক্য, শৃঙ্খলা ও জনগণের পাশে থাকা। আমি চাই দলীয় নির্দেশ মেনে আমরা সবাই মিলে মাঠে কাজ করি। ইনশাআল্লাহ, জনগণের আস্থা ও দোয়া থাকলে বিজয় আমাদের হবেই।
অন্যদিকে, সাধারণ ভোটাররাও তাঁর সক্রিয় মাঠ পর্যায়ের প্রচারণা এবং বিনয়ী আচরণে সন্তুষ্টি প্রকাশ করেছেন।