মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০১ অপরাহ্ন

কুলাউড়ায় জাতীয় তরুণ সংঘের আহ্বায়ক কমিটি গঠন

কুলাউড়ায় জাতীয় তরুণ সংঘের আহ্বায়ক কমিটি গঠন

মৌলভীবাজার প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী সংগঠন জাতীয় তরুণ সংঘের কুলাউড়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে ৬ সেপ্টেম্বর শনিবার। ‘আমরা কর্মে বিশ্বাসী, সেবাই আদর্শ’ এই স্লোগান হৃদয়ে ধারণ করে তরুণ সংঘের এক জরুরি সভায় এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

শনিবার সন্ধ্যায় কুলাউড়ার কৌলায় এমদাদুল মান্নান চৌধুরী তারহামের বাসভবনে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ছয় মাস মেয়াদি গঠিত কমিটির আহ্বায়ক হলেন মেজর (অব) নূরুল মান্নান চৌধুরী তারাজ।

নয় সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সহযোগী আহ্বায়ক শফিক মিয়া আফিয়ান, সিনিয়র সদস্য আবুল খয়ের ফয়ছল, ফারুক আহমেদ, ইমন আহমদ ও কোষাধ্যক্ষ জ্যোতি বিকাশ দেব। তিনটি পদ শূন্য রাখা হয়েছে ভালো ফুটবলার, ভালো ক্রিকেটার ও ভালো সংগীত শিল্পীর জন্য।

কমিটির উপদেষ্টা হলেন আব্দুল হাই মন্টু, মুহিবুর রহমান বুলবুল, এমদাদুল মান্নান চৌধুরী তারহাম,জামাল উদ্দিন লিটন ও জনাব ইকবাল খান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com