মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি।। পবিত্র কুরআন শরীফ অবমাননার প্রতিবাদে এবং অভিযুক্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছে জাতীয় উলামা মাশায়েখ আইয়্যাহ্যা পরিষদ, লালমনিরহাট জেলা শাখা।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে লালমনিরহাট জেলার প্রাণকেন্দ্র মিশনমোড়ে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের আয়োজনে এ প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি আজহারুল ইসলাম, সহ-সভাপতি মুফতি ফজলুল করিম শাহারিয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি মুফতি মাহফুুজুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, পবিত্র কুরআনকে অবমাননা করে অপূর্ব পাল দেশের কোটি কোটি মুসলমান ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত হেনেছেন। এহেন জঘন্য কাজের জন্য তাকে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এমন ধৃষ্টতা দেখানোর সাহস না পায়।
বক্তারা আরও বলেন, কুরআন অবমাননাকারীর প্রতি সরকারের কঠোর হওয়া উচিত এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।
বক্তারা অবিলম্বে অপূর্ব পালের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। এ সময় জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানেরা মানববন্ধনে অংশ নেন এবং কুরআন অবমাননাকারীর কঠোর শাস্তি দাবি করে স্লোগান দেন।