রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ৩৯ কেজি গাঁজা ও ১’শ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৫

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামে পৃথক দু’টি অভিযানে ৩৯ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেন্সিডিলসহ মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি নৌকা, ১টি কভার্ডভ্যান জব্দসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, কুড়িগ্রাম সদর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম মঙ্গলবার রাতে কুড়িগ্রাম সদর থানাধীন ধরলা ব্রীজ পূর্ব এলাকা থেকে ফুলবাড়ী থানার বড়ভিটা ইউনিয়নের কুখ্যাত মাদক কারবারি পূর্বের ১টি মাদক মামলার আসামী মোঃ শাহজামাল (৩৮), নাওডাঙ্গা এলাকার মোঃ আব্দুল কাদের (৩০) ও লালমনিরহাট জেলা সদরের কুলাঘাট এলাকার মোঃ মেহের আলীকে ১৮ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেন্সিডিলসহ ও মাদক পরিবহনে ব্যবহৃত নৌকা জব্দসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি শাহজামাল আলীর বিরুদ্ধে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানায় নভেম্বর/২১৪ সালের ১ টি মাদক মামলা রয়েছে।

অপরদিকে, কুড়িগ্রাম ডিবির একটি চৌকস টিম গত ২২ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট উপজেলার সিঙ্গার ডাবরী রাজারহাট হতে তিস্তাগামী সড়কে কভার্ড ভ্যানে করে বিশেষ কায়দায় মাদক পরিবহনের সময় উলিপুর থানার বিরহিম এলাকার কুখ্যাত মাদক কারবারি পূর্বের ২ টি মাদক মামলার আসামী মোঃ মাইদুল ইসলাম (৩২), নাগেশ্বরী থানার পশ্চিম রায়গঞ্জ এলাকার কুখ্যাত মাদক কারবারি পূর্বের মাদক, জুয়াসহ ৪ টি মামলার আসামী মোঃ নুরুল আমীন (৩৫)কে কাভার্ড ভ্যানে বিশেষ কায়দায় ফিটিং করা ২১ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত কভার্ড ভ্যান জব্দসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি নুরুল আমিন এর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানায় জুন/২০২৩ সালের ১ টি মাদক মামলা, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানায় সেপ্টেম্বর/২০২১ সালে ১টি জুয়া আইনের মামলা, লালমনিরহাট থানায় জানুয়ারি/২০১৮ সালের ১টি মাদক মামলা ও রংপুর কোতয়ালী থানায় জানুয়ারি/২০১৭ সালে ১টি মাদক মামলা সহ মোট ৪ মামলা রয়েছে এবং মাদক কারবারি মাইদুল ইসলাম এর বিরুদ্ধে নাটোর জেলার সদর থানায় মে/২০২৩ সালের ১টি মাদক মামলা ও গাইবান্ধা সদর থানায় জানুয়ারি/২০২৩ সালের ১টি মাদক মামলাসহ মোট ২ টি মাদক মামলা রয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com