শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন

কুড়িগ্রামে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে ভোট সম্পন্নের লক্ষ্যে জেলা পুলিশের ব্রিফিং প্যারেড

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম জেলায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে শুক্রবার (৫ জনুয়ারি) সকালে কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে ও বিকেল ৩ টায় রৌমারীর সি জি জামান স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

শতভাগ সততা, নিরপেক্ষতা, পেশাদারিত্ব, সাহস ও যুধবদ্ধতার সাথে পুলিশি দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়। সম্পূর্ণ সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ভোট প্রদানে বাধা প্রদান, জাল ভোট বা প্রভাব খাটানোর বিষয়ে যথাযথ আইনী প্রক্রিয়ার নির্দেশনাও দেয়া হয়। কোন পুলিশ সদস্য যদি অসৎ ও অনিরেপক্ষ আচরন করে সেক্ষেত্রে কঠোর বিভাগীয় ব্যবস্থার কথা বলা হয়।

অন্যদিকে নাশকতার পরিকল্পনাকারীদেরও প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়। মহামান্য নির্বাচন কমিশন কতৃক নির্বাচনী দ্বায়িত্ব পালনে পুলিশ সদস্যদের করণীয় বর্জণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন ও জেলা পুলিশের অন্যন্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কুড়িগ্রাম জেলায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রায় ১৭০০ পুলিশ সদস্য। ব্রিফিং শেষে ব্রিফিংয়ে উপস্থিত সকল সদস্যের দুপুরের ব্যবস্থা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com