বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:২৩ অপরাহ্ন

কুড়িগ্রামে শীতার্তদের মাঝে ৫’শ সোয়েটার ও শতাধিক কম্বল বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামে শীতার্ত মানুষের মাঝে ৫’শ ৫০টি সোয়েটার ও শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদবেষ্টিত চরাঞ্চল, ঢুষমারা থানার অর্ন্তগত চরাঞ্চলে ৫’শ ৫০টি সোয়েটার ও উলিপুর উপজেলার শীতার্ত মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজন এলডিসি গ্রুপ ও পান্ডা সুজ ইন্ডাস্ট্রি লিমিটেডের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম।

গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা, পুলিশ পরিদর্শক(তদন্ত) তামবিরুল ইসলাম, এসআই আতিকুজ্জামান আতিক, এলডিসি গ্রুপের ম্যানেজার আলী আরমান, এ্যাসিটেন্ট ম্যানেজার আশিকুর রহমান, পান্ডা সুজ ইন্ডাস্ট্রি লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ অরেঞ্জ বাদশা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com