রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন

কুড়িগ্রামে বজ্রপাতে ৯ শিক্ষার্থী আহত

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের রাজারহাটে বজ্রপাতে ৯ শিক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার চাকিরপশা ইউনিয়নের চাকিরপশা ইসলামিয়া দাখিল মাদরাসার শ্রেনী কক্ষে ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ বজ্রপাতে মাদরাসার ষষ্ঠ ও নবম শ্রেণির ৯ জন শিক্ষার্থী আহত হয়।

আহত শিক্ষার্থীরা হলেন- রোকসানা, আফরোজা, নির্মলা, আলী রাজ, ফারজানা, সানজিদা, আব্দুর রাজ্জাক, নাজমিন নাহার ও সুমাইয়া, বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, বজ্রপাতে আহত শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তাদের মধ্যে ৭জনকে অবজারভেশনে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com